Home বিনোদন অভিষেককে সহ্য করতে পারেন না প্রিয়াঙ্কা!
বিনোদন - অক্টোবর ১, ২০১৮

অভিষেককে সহ্য করতে পারেন না প্রিয়াঙ্কা!

আন্তর্জাতিক তারকা বনে যাওয়ার পর থেকে বলিউডের প্রতি উদাসীনতা কাজ করছে প্রিয়াঙ্কা চোপড়ার। সালমানের ‘ভারত’ ছবিতে নায়িকা হিসেবে ছিলেন তিনি৷ কিন্তু ছবির শ্যুটিং শুরু হওয়ার দিন কতক আগেই ‘ভারত’ সিনেমা থেকে সরে এসেছেন তিনি ৷

কারণ হিসেবে জানা যায়, হলিউড ফিল্ম৷ এর ফলে সালমান বেজায় চটেন প্রিয়াঙ্কার ওপর৷ ভবিষ্যতে এই নায়িকার সঙ্গে কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নায়কদের রাগের বিপরীতে নায়িকারও রয়েছে ক্ষোভ৷ জানা গেছে, প্রিয়াংকার সম্পূর্ণ ক্ষোভ অভিষেক বচ্চনের ওপর৷

অভিষেক বচ্চনের দেওয়া একটি নাম একেবারে পছন্দ ছিল না প্রিয়াঙ্কার৷ যে কারণে তিনি অভিষেককে মেরেও ফেলতে চান! না, যা ভাবছেন তেমনটি নয়, ঘটনাটি সম্পূর্ন মজা করেই ঘটেছে।

প্রিয়াংকা একবার ঠাট্টা করে সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি অভিষেককে এবার মেরেই ফেলবো৷ ওর সঙ্গে ব্লাফমাস্টার ছবিটি করার সময় আমায় প্রথম পিগি চপস নামটা দেয়৷ কিভাবে নামটা বানিয়েছিল জানি না৷ তবে অবাক হওয়ার বিষয় হল, নামটা পুরো দাবানলের মতো ছড়িয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রিতে৷ যেন ওটাই আমার আরেকটা নাম৷

জানা যায়, ব্লাফমাস্টারের সময় তেমন কথোপকথন ছিল না প্রিয়াঙ্কা এবং অভিষেকের মধ্যে৷ কারণ ছবিতে নায়িকার ভূমিকায় থাকার কথা ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের৷ কোনও কারণে তাকে রিপ্লেস করিয়ে প্রিয়াঙ্কাকে নেওয়া হয়৷ যার জন্য প্রিয়াঙ্কার সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন অভিষেক৷ পরবর্তীকালে ‘দোস্তানা’ ছবিতে একসঙ্গে কাজ করলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাকি নেই অভিষেক এবং প্রিয়াঙ্কার ৷

Leave a Reply

Your email address will not be published.

Check Also

ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে

পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে ইরানের। অন্যদিকে ইউক…