Home কবিতা ও গল্প আত্মীয়-আ, ফ, ম, সিরাজ সাম্জী

আত্মীয়-আ, ফ, ম, সিরাজ সাম্জী

বিন্দু বিন্দু জলে গড়তে পারে মহাসিন্ধু
আত্মার সাথে সম্পর্ক যার সেই হয় বন্ধু।
মনের সাথে মিশে যার মন সেই মনের মানুষ
প্রেম প্রীতির বন্ধন অন্ধ বিশ্বাস সারমর্ম বন্ধু।

মনে মনে দেলে দেলে প্রাণে প্রাণে
বনে বনে ফুলে ফুলে সুবাষ আনে
ক্ষণে জনে জনে সমীরণে
গানে গানে সেই দোল মানব জীবনে।

গরমে শীত ও গ্রীস্মের পরশে
কিছু চাওয়া কিছু পাওয়া ভালবাসার হরশে
লেন দেন আদান প্রদান মন বিনিময়
বর্ষার জলে হয় অবগাহন উষ্ণতায়।

অব্যক্ত আবেদন হৃদয় পত্র বিনিময় ভাবের
মনের আদান প্রদান একে অপরের
আকর্ষণ মন বিনিময়ে স্বার্থত্যাগ
ভোগ উপভোগের এক চিরন্তন সম্ভব
ভুলের সুবাষে সমীরণে জানায় আমন্ত্রণে
স্রােষ্টার অপূর্ব সৃষ্টি ফুল ও ভ্রমরের মহামিলনে।

Leave a Reply

Your email address will not be published.

Check Also

বাজেট অধিবেশন বসছে ৫ জুন

একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আগামী ৫ জুন শুরু হবে। ওই দিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হব…