আশুলিয়ায় অবৈধ ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা
বাংলার ডাক ডেস্কঃ ঢাকার আশুলিয়ায় অবৈধ দুটি ইটভাটা ভেঙে দেওয়াসহ রাজু ব্রিকস নামে একটিকে ২০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দিনভর আশুলিয়ার তুরাগ নদীর তীরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
কাজী তামজীদ আহমেদ বলেন, পরিবেশ দূষণ ও অবৈধ ইটভাটা বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। রাজু ব্রিকস নামে একটি ভাটাকে ২০ লাখ টাকা জরিমানাসহ ভাটার কিছু অংশ ভেঙে দেওয়া হয়। তার পাশেই এবি ব্রিকসের মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি বলে জরিমানা না করে ভাটাটি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়।
ওই এলাকায় আরও কয়েকটি ইটভাটা রয়েছে। সেগুলোয়ও পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন রাজীব।
সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনায় আক্রান্ত
ঢাকা: কয়েক দিন ধরে সংক্রমণ বৃদ্ধির মধ্যে সুপ্রিম কোর্টের ১২ জন বিচারপতি করোনা আক্রান্ত হও…