Home বিনোদন ওড়নায় মুখ ঢেকে লাইভে শ্রাবন্তী, যা বললেন ভিডিওতে
বিনোদন - নভেম্বর ১০, ২০২০

ওড়নায় মুখ ঢেকে লাইভে শ্রাবন্তী, যা বললেন ভিডিওতে

বাংলার ডাক ডেস্কঃ গেল কয়েকদিন ধরেই বিচ্ছেদের খবরে শিরোনাম হচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তৃতীয় বিয়েটাও টিকছে না! এমন গুঞ্জন রটে যাওয়ার পর থেকেই সবার নজর এখন শ্রাবন্তী ও তার স্বামী রোশানের দিকেই ৷

এত গুঞ্জন রটলেও, এ ব্যাপারে একেবারেই বিচলিত নন নায়িকা ৷ বরং কোনও কথা বা গুঞ্জনে কান না দিয়ে শ্রাবন্তী একটার পর একটা কাজে নিজেকে ব্যস্ত রাখছেন ৷ সিনেমা, ওয়েব সিরিজের শুটিং করছেন। এরইমাঝে নিজের ‘দ্বিতীয় সন্তান’ অর্থাৎ জিমের ব্যবসায় মনও দিয়েছেন তিনি ৷ সব মিলিয়ে একেবারে নতুন সুপার ইনিংসে ব্যস্ত হয়ে পড়েছেন শ্রাবন্তী ৷

তবে এখানেই শেষ নয়, সম্প্রতি ইনস্টাগ্রামে নতুন এক ভিডিও পোস্ট করেছেন এই নায়িকা৷ যেখানে তিনি সাধারণ মানুষদের করোনা নিয়ে সচেতন হওয়ার কথা বলেছেন ৷

ভিডিওতে দেখা গিয়েছে, শ্রাবন্তী ওড়নায় মুখ ঢেকে হাজির হয়েছেন ক্যামেরার সামনে ৷ তিনি বলছেন, ‘টুথ পেস্ট আছে?’ অন্যদিকে, শ্রাবন্তীই আবার মাস্ক পরে জানাচ্ছে মুখে ওড়না কেন? মাস্ক কোথায়? এভাবেই ভিডিওতে শ্রাবন্তী মাস্কের প্রয়োজনীতার কথা জানিয়েছেন তিনি।

তৃতীয় স্বামী রোশানের সঙ্গে থাকছেন না অভিনেত্রী৷ দুর্গাপূজা থেকে তারা আলাদা থাকতে শুরু করেন৷ একথা জানান স্বামী রোশানই৷ এই নিয়ে খুব বেশি মুখ খোলেননি শ্রাবন্তী৷ তবে চর্চা হচ্ছে, কারণ এর আগে ২ বার বিয়ে ভেঙেছে তার৷ আর অভিনেত্রীর এমন বিয়ে ও লাভলাইফ নিয়ে গসিপ যেন হাতছাড়া করতে চাইছেন না কেউ৷ কখনও কখনও সেই চর্চা ছাড়িয়ে যাচ্ছে শালীনতার মাত্রা৷

Leave a Reply

Your email address will not be published.

Check Also

গুরুতর অসুস্থ ভ্লাদিমির পুতিন ব্রিটিশ গুপ্তচরের দাবি‌

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘গুরুতর অসুস্থ’ বলে দাবি করেছেন ব্রিটেনের সাবেক গুপ্তচ…