ওবায়দুল কাদেরের হার্টে ৩ ব্লক
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ-আল-হারুন জানান, এনজিওগ্রাম করা হয়েছে। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান বলেন, এখনো তার অবস্থা আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না। তবে তার পালস এবং ব্লাড প্রেসার স্ট্যাবল পর্যায়ে আছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার বলেন, হার্টের সমস্যার কারণে আজ সকাল ৭টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে কার্ডিওলজি বিভাগে তার এনজিওগ্রাম করা হয়।
সেতুমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, রোববার সকালে ফজরের নামাজ শেষে হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শরীর চেকআপ করেন। পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, তার সুস্থতার জন্য দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের কাছে দোয়া কামনা করেছে আওয়ামী লীগ।
বাজেট অধিবেশন বসছে ৫ জুন
একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আগামী ৫ জুন শুরু হবে। ওই দিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হব…