কেটেছে কুয়াশা, সব রুটে ফেরি চলাচল শুরু
মঙ্গলবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, ভোরে কুয়াশার মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলে সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু করে। কুয়াশায় মাঝপদ্মায় আটকে থাকা ফেরিগুলোও গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, সকাল ৯টার দিকে হঠাৎ করে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো। পরে কুয়াশার ঘনত্ব কমে আসায় সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়। তবে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। সিরিয়াল অনুযায়ী যানবাহনগুলোকে নৌপথ পার করা হবে।
ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে
পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে ইরানের। অন্যদিকে ইউক…