ক্যারিবীয়দের ওপেনিং জুটি অবশেষে ভাঙলেন তাইজুল
অবিশ্বাস্য দৃঢ়তায় চট্টগ্রামে প্রথম টেস্ট জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে ওয়েস্ট ইন্ডিজের। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে ক্যারিবীয়রা।
এখানেও শুরুটা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে করেছে সফরকারি দল। তাদের ওপেনিং জুটি ভাঙতেই ঘাম ঝরেছে বাংলাদেশের। ম্যাচ শুরুর দেড় ঘন্টায় মাথায় এসে অবশেষে উদযাপনের উপলক্ষ্য পেয়েছে মুমিনুল হকের দল।
ইনিংসের ২১তম ওভারের তৃতীয় বলে তাইজুল ইসলাম ফিরিয়েছেন জন ক্যাম্পবেলকে। ৬৬ রানে প্রথম উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১ উইকেটে ৭২ রান।
ক্যাম্পবেল খেলছিলেন বেশ দেখেশুনে। সেট হয়ে গিয়েছিলেন উইকেটে। তবে ভুল করে বসেছেন ৩৬ রানে এসে। তাইজুল ইসলামকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন ক্যারিবীয় ওপেনার।
তাইজুলের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। যদিও সিদ্ধান্তটা পছন্দ হয়নি ক্যাম্পবলের, রিভিউ নিয়েছিলেন। কিন্তু কাজের কাজ হয়নি। রিভিউতেও স্পষ্ট দেখা যায়, উইকেট হিট করতো বল।
ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে
পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে ইরানের। অন্যদিকে ইউক…