গোয়ালন্দ পদ্মা নদী ভাঙ্গন রক্ষার জন্য শিক্ষা প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শেখ মোঃ বিল্লাল হোসেন,রাজবাড়ী প্রতিনিধি
গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম, কাইয়াজানি, সাজাপুর, বেথর গ্রামের সহস্রাধিক পদ্মানদীর ক্ষতিগ্রাস্ত ব্যাক্তি মঙ্গলবার সকালে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি এর বাস ভবনে স্মারকলিপি প্রদান করে। দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতর আলী সরদার জানান, পদ্মানদীর ভাঙ্গনে ৫ শতাধিক ঘরবাড়ী নদী ভাঙ্গনে বিলিন হয়ে গেছে। অবশিষ্ট ঘর-বাড়ী রক্ষার জন্য মন্ত্রীর নিকট সু-ব্যবস্থার আবেদন জানান। দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম মন্ডল জানান, দৌলতদিয়া ফেরি ঘাটসহ তার ইউনিয়নের ৬টি গ্রাম পদ্মা নদীরে ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ হয়েছে। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড ঘাট রক্ষার্থে বালু ভর্তি জিও ব্যাগ দিয়ে ঘাট রক্ষার কাজ ধীর গতিতে করছে। ফলে পদ্মা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় নদী ভাঙ্গনের ফলে যে কোন সময় একাধিক ফেরি ঘাট বিলিন হওয়ার সম্ভবনা রয়েছে। ফলে দেশের দক্ষিণ অঞ্চলের ২১টি জেলার সাথে ঢাকার যোগযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভবনা রয়েছে। শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরমত আলী এমপি তার নির্বাচনী এলাকা গোয়ালন্দ উপজেলার বিভিন্ন গ্রাম রক্ষার জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য রাজবাড়ী জেলা পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেন।
ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে
পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে ইরানের। অন্যদিকে ইউক…