চাঁপাইনবাবগঞ্জে জাসদসহ অঙ্গসংগঠনের প্রতিনিধি সভা
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও সহযোগী সংগঠন সমূহের সমন্বয়ে যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবু বাক্কারের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ রুনু, সদর উপজেলা শাখার সভাপতি মো. আজহারুল ইসলাম পিন্টু, শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম উইল, গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি মো. গোলাম জাকারিয়া, নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কর্ণেল তাহের সংসদের জেলা সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, যুবজোটের জেলা সভাপতি মো. তরিকুল ইসলাম, নারী জোটের জেলা আহ্বায়ক তৌহিদা খাতুন কমলা , ছাত্রলীগ নবাবগঞ্জ কলেজ শাখার সভাপতি মো. তসিকুল রেজা খান প্রমুখ।
ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে
পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে ইরানের। অন্যদিকে ইউক…