জিঙ্কসমৃদ্ধ ধান ও লবণাক্ততাসহিষ্ণু পাটের দুই জাত অনুমোদন পেল
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত জিঙ্কসমৃদ্ধ চিকন চালের জাত ‘ব্রি ধান ১০০’ এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) উদ্ভাবিত লবণাক্ততাসহিষ্ণু দেশি পাটের জাত ‘বিজেআরআই দেশি পাট-১০’ অবমুক্ত করার অনুমতি দিয়েছে জাতীয় বীজ বোর্ড।
মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় বীজ বোর্ডের ১০৪তম সভায় এ সিদ্ধান্ত হয়। কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় বীজ বোর্ডের সভাপতি মো. মেসবাহুল ইসলাম তাতে সভাপতিত্ব করেন।
ব্রির মহাপরিচালক শাহজাহান কবীর বলেন, মুজিববর্ষ উপলক্ষে ব্রি উদ্ভাবিত শততম জাত ‘ব্রি ধান১০০’ অবমুক্ত করবেন তারা।
নতুন এই জাতের ধান থেকে যে চাল হবে, তার প্রতি কেজিতে জিঙ্কের পরিমাণ হবে ২৫ দশমিক ৭০ মিলিগ্রাম। চাল হবে আগের জিঙ্কসমৃদ্ধ ধানের চেয়ে সরু, ভাত হবে ঝরঝরে।
দেশের ১০টি স্থানে ট্রায়াল করে গড় ফলন পাওয়া গেছে প্রতি হেক্টরে ৭ দশমিক ৬৯ মেট্রিক টন।
বোরো মৌসুমে চাষের জন্য অনুমোদন পাওয়া এ জাতের জীবনকাল ১৪৮ দিন। অর্থাৎ, ১৪৮ দিনের মধ্যে এর ফলন পাওয়া যাবে।
শাহজাহান কবীর বলেন, ‘ব্রি ধান ১০০’ মুজিব শতবর্ষে ব্রির শততম জাত হিসেবে অবমুক্ত হওয়ায় একটি বিশেষত্ব পাবে। এ জাতের ফলন ব্রি ধান-২৯ থেকে বেশি এবং জীবনকাল ব্রিধান ২৮ -এর মত, যা আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন।
“আমাদের পরিকল্পনা, অতি দ্রুত এ জাতটি কৃষকের কাছে জনপ্রিয় করে একদিকে উৎপাদন বৃদ্ধি ও অন্যদিকে পুষ্টির যোগান দেওয়া সম্ভব হবে।”
মিলেছে তুরস্কের ছাড়পত্র: এবার মুখ খুলল রাশিয়া
ফিনল্যান্ড ও সুইডেনের বিরুদ্ধে সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগ তুলে তুরস্ক দেশ দুটির মার্কি…