ঝিনাইদহে মাথায় গাছের ডাল পড়ে গৃহবধূর মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে কড়াই গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে ফাহমিদা বেগম (৩৫) গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ফাহমিদা কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আব্দুর রউফের স্ত্রী।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে মেইন বাসস্ট্যান্ডে রিকশার উপর বসে মাংস কিনছিল ওই ফাহমিদা। এ সময় কড়াই গাছের শুকনো ডাল ভেঙ্গে তার মাথার উপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, কড়াই গাছটি নিয়ে এর আগে স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গাছটি কাটার কথা বলছেও উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
বাজেট অধিবেশন বসছে ৫ জুন
একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আগামী ৫ জুন শুরু হবে। ওই দিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হব…