ট্রায়ালে টিকা নেওয়ার পর ভারতের মন্ত্রীর করোনা
শনিবার নিজের টুইটারে তিনি বলেন, পরীক্ষায় আমার করোনাভাইরাস পজিটিভি এসেছে। যারা আমার ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন তাদের সবাইকে করোনা পরীক্ষার পরামর্শ দিচ্ছি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত ২০ নভেম্বর কোভ্যাক্সিনের তৃতীয় পর্বের ট্রায়ালে স্বেচ্ছাকর্মী হিসেবে অংশ নিয়েছিলেন ৬৭ বছর বয়সী অনিল ভিজ। কিন্তু এখন পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ এসেছে।
তবে ওষুধ কোম্পানি ভারত বায়োটেক এক বিবৃতিতে বলেছে, দুটি ডোজ নেওয়ার পর কোভ্যাক্সিন কার্যকর হতে শুরু করবে, তাদের টিকাটি এমনভাবেই তৈরি করা হয়েছে। দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর টিকাটি কার্যকারিতা নির্ধারিত হতে পারে।
হায়দরাবাদের ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানি জানিয়েছে, ভারত বায়োটেক তাদের টিকা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ট্রায়াল চালিয়েছে। সুরক্ষাই হলো টিকার প্রাথমিক মানদণ্ড। তাদের দাবি, এগুলো সব নিরাপদ।
ভারতের বিভিন্ন অঞ্চলে বায়োটেকের এই সম্ভাব্য টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। প্রথম দুই ধাপের পরীক্ষায় প্রায় এক হাজার লোক অংশ নিয়েছিল। সেই পরীক্ষা সফল হওয়ার পর তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করা হয়।
ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে
পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে ইরানের। অন্যদিকে ইউক…