ঠাকুরগাঁওয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন জানান, শনিবার ভোরে জেলার হরিপুর উপজেলায় ৩৬৯ নম্বর সীমানা নির্দেশক পিলারের কাছে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত হোসেন আলী (১৬) উপজেলার কাঁঠালডাঙ্গী গ্রামের মোস্তাক আলীর ছেলে।
হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, হোসেনসহ কয়েকজন গরু আনার জন্য ভারতে ঢোকার চেষ্টা করছিলেন।
“ভারতের নারগাঁও ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের গুলি করে। সহযোগীরা গুলিবিদ্ধ হোসেনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় নিহত হয়।”
লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
সুইডেন-ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হতে আবেদন
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রা…