Home অর্থ ও বাণিজ্য ডিপজল মেয়েকে ২ কেজি ওজনের স্বর্ণের গহনা দিলেন

ডিপজল মেয়েকে ২ কেজি ওজনের স্বর্ণের গহনা দিলেন

কোটি টাকার কাবিনে বড় ছেলেকে বিয়ে করালেন ঢাকাই ছবির খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

শুক্রবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে রয়েছে বিবাহোত্তর সংবর্ধনার জমকালো আয়োজন।

আর এমন আয়োজনের মধ্যেই বৃহস্পতিবার সম্পন্ন হলো ডিপজলের একমাত্র মেয়ে ওলিজা মনোয়ারের শুভ জন্মদিন।

ছেলের বিয়ের অনুষ্ঠানের মাঝেও মেয়ের বিশেষ দিনটি ভুললেন না। পালন করলেন ঘটা করেই।

বিশেষ এ দিনে সবার কাছে তার ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন ডিপজলকন্যা।

বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের কাছ থেকে প্রচুর উপহার পেয়েছেন ওলিজা। তবে সবাইকে ছাপিয়ে গেছে বাবা ডিপজল ও স্বামী অর্পণের উপহার।

জন্মদিনে মেয়েকে ২ কেজি ওজনের ব্রেসলেট উপহার দিয়েছেন ডিপজল।  আর স্বামীর কাছ থেকে ডায়মন্ডের রিং পেয়েছেন ডিপজলতনয়া।

বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে পরিবারের সঙ্গে কেক কাটেন ওলিজা।  গত রাতে শ্বশুরবাড়িতেও কেক কাটেন তিনি।
আত্মীয়স্বজনকে নিয়ে যান সেনা মালঞ্চে।

জানা গেছে, আগামী সপ্তাহে পরিবারের সবাই কক্সবাজার যাবেন ডিপজল।

২০১৮ সালের মাঝামাঝি ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওলিজা। অর্পণ-ওলিজার ঘরে দুই সন্তান রয়েছে।

ওলিজা লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়াশোনা করেছেন। সেখানে একটি কলেজে শিক্ষকতা করেন তিনি।  টিভি মেকআপ, ফিল্ম মেকআপ, থিয়েটার মেকআপে পারদর্শী ওলিজা।

Leave a Reply

Your email address will not be published.

Check Also

মসজিদে মানতে হবে ৯ নির্দেশনা

দেশজুড়ে বৈশ্বিক মহামারিকরোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক করাসহ ছয়…