তিনি শুধু বঙ্গবন্ধু নন, বিশ্ববন্ধু
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে বলেছেন, তিনি বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষের বন্ধু ছিলেন। সেজন্য তিনি শুধু বঙ্গবন্ধু নন, তিনি বিশ্ববন্ধু।
ভোলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা এখন উন্নয়নশীল দেশ। আমাদের মাথাপিছু আয় ১ হাজার ৯০৯ ডলার হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি। যে বাংলাদেশকে এক সময় তুচ্ছতাচ্ছিল্য করা হতো, সে বাংলাদেশের আজ বিশ্বে বিস্ময়কর উত্থান। এ সময় তিনি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ২০২০ সাল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ২০২১ সালে স্বাধীনতার পঞ্চাশ বছর পূূর্তি পালনের কথা বলেন। ভোলা জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকি, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে
পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে ইরানের। অন্যদিকে ইউক…