দুবাই যাচ্ছেন রুমানা-জাহানারা ফ্র্যাঞ্চাইজি লীগ খেলতে
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে দুবাই যাচ্ছেন রুমানা আহমেদ ও জাহানারা আলম।ছেলেদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লীগ সারাবিশ্বেই জনপ্রিয়। আর প্রতি বছর নারী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগও আয়োজন করে ভার?ত-অস্ট্রেলিয়া। এবার ওই তালিকায় নাম তুলতে যাচ্ছে হংকংয়ের ফেয়ারব্রেক। দুবাইয়ে মেয়েদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই ক্রিকেট আসরে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের দুই ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা আহমেদ। আগামী ১লা মে দুবাইয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। ফ্র্যাঞ্চাইজি লীগটি আইসিসির থেকে স্বীকৃত। অলরাউন্ডার জাহানারা আলম জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে টুর্নামেন্টটি খেলতে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন তারা। জাহানারা বলেন, ‘আগামী ৩০শে এপ্রিল দেশ ছাড়ার কথা আছে। সব ঠিক থাকলে ফিরবো ১৬ই মে। এবার ঈদুল ফিরত দেশের বাইরে হবে।’
৬ দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২০টি
আসরে অংশ নিচ্ছেন ৩৫টি দেশের ৯০ জন ক্রিকেটার। বাংলাদেশের দুই অলরাউন্ডার জাহানারা আলম খেলবেন ফ্যালকন দলের জার্সি গায়ে। রুমানা খেলবেন বার্মি আর্মি দলে। ফেয়ারব্রেকর আগেও এমন টুর্নামেন্টের আয়োজন করেছে। ২০১৮ সালে ছোট পরিসরে যাত্রা শুরুর পর এবার টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা।
এর আগে মেয়েদের আইপিএল খ্যাত ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেন জাহানার আলম ও সালমা খাতুন। আর সালমা খাতুন ট্রেইলব্লেজার্স দলের হয়ে শিরোপার স্বাদও নেন।
সুইডেন-ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হতে আবেদন
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রা…