দুর্নীতি ঠেকাতে হলে সামাজিক প্রতিরোধ জরুরি : দুদক কমিশনার
রাজশাহী প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সরকারি প্রচেষ্টার পাশাপাশি সামাজিক প্রতিরোধ জরুরি। দুর্নীতি প্রতিরোধ করতে হলে সামাজিক ভাবে সকলকে সচেতন হতে হবে। অভিযুক্ত যে সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকে অভিযোগ রয়েছে সেগুলো বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এছাড়া দুর্নীতি প্রতিরোধ করতে হলে সামাজিক ভাবে সকলকে সচেতন হতে হবে। বর্তমান সরকার দেশকে দুর্নীতিমুক্ত করতে কাজ করে যাচ্ছে।
রোববার (০৫ মে) সকাল সাড়ে ১০টান সময় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি অ্যাওয়ার্ড-২০১৮ এর পুরস্কার বিতরণীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনওয়ার হোসেনের সভাতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর ডিআইজি একেএম হাফিজ আক্তার,মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার সাজিদ হোসেন,জেলা প্রশাসক এসএমএ কাদের,রাজশাহী মহানগর দুর্নিতি প্রতিরোধ কমিটির সভাপতি ইয়াহিয়া মোল্লা প্রমুখ। এ বছর শ্রেষ্ঠ জেলার পুরস্কার পেয়েছে বগুড়া জেলা। উপজেলাতে শ্রেষ্ঠত্ব পায় রাজশাহীর গোদাগাড়ী, চাপাইনবাবগজের নাচোল এবং পাবনার উল্লাপাড়া।
গুরুতর অসুস্থ ভ্লাদিমির পুতিন ব্রিটিশ গুপ্তচরের দাবি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘গুরুতর অসুস্থ’ বলে দাবি করেছেন ব্রিটেনের সাবেক গুপ্তচ…