নওগাঁয় ইউনিয়ন চেয়ারম্যান এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
মোঃ ওয়াশিম রাজু , নওগাঁ : নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মোল্লা ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আত্রাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা চত্বরে সকাল ১১ টার সময় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আক্কাস আলী, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, মোসাম্মৎ জাহেদা বেগম উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা, বিশা ইউনিয়নের মহিলা মেম্বার মোছা: বিউটি বেগম সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গত ২ অক্টোবর রাতে সাহেবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ইউপি
চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মোল্লাকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় পুলিশ কামাল হোসেন নামক এক জনকে গ্রেপ্তার করেছ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি জমা দেন।
ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে
পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে ইরানের। অন্যদিকে ইউক…