প্যানেল মেয়র হিসাবে নতুন মুখ একজন যুক্ত হয়েছে।
মোজাম্মেল হোসেন রাতুল(সাভার)
সাভার পৌরসভা নির্বাচন শেষে পর্ষদের প্রথম সভায় তিনজন প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন। পুরুষ প্যানেল হিসাবে গত পর্ষদের দুইজনই ফের নির্বাচিত হয়েছেন। তবে ওই পর্ষদের সংরক্ষিত নারী প্যানেল মেয়র এবার ভোটে পরাজিত হয়েছেন। নারী প্যানেল মেয়র হিসাবে যোগ হয়েছে নতুন নাম।
জানা গেছে, শপথ গ্রহণের পর ১০ ফেব্রুয়ারি সকালে সাভার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। ওই সভায় প্রথম প্যানেল মেয়র হয়েছেন ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা মানিক, দ্বিতীয় প্যানেল মেয়র হয়েছেন ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া। তারা দু’জনই গত পর্ষদে একই দ্বায়িত্বে ছিলেন। এছাড়া ৭,৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সুলতানা রাজিয়া প্যানেল মেয়র হয়েছেন। তার আগে একই ওয়ার্ডের শাহিনুর বেগম এই দ্বায়িত্বে ছিলেন। শাহীনুর বেগম টেলিফোন প্রতীক নিয়ে চশমা প্রতীকের সাবেক কাউন্সিলর সুলতানা রাজিয়ার কাছে এবার হেরে গেছেন। ডা. এনামুর রহমান তিনজন প্যানেল মেয়রের নাম ঘোষণা করেন।
মসজিদে মানতে হবে ৯ নির্দেশনা
দেশজুড়ে বৈশ্বিক মহামারিকরোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক করাসহ ছয়…