Home বিনোদন প্রেমের আশায় মেহজাবীনের গাড়ি ঠেলছেন অপূর্ব
বিনোদন - এপ্রিল ১৪, ২০২২

প্রেমের আশায় মেহজাবীনের গাড়ি ঠেলছেন অপূর্ব

প্রেমের আশায় মেহজাবীনের গাড়ি ঠেলা দিয়ে গাড়িটি চালানোর চেষ্টা করছেন অপূর্ব। তবে বাস্তবে নয়, এমন দৃশ্য দেখা যাবে ‘উড়ো প্রেম’ নাটকে।

সিএমভি’র ব্যানারে ‘উড়ো প্রেম’ নামে ঈদের বিশেষ নাটকটি চিত্রনাট্য করেছেন সোহাইল রহমান ও খন্দকার মেহেদী হাসান।

নাটকটির গল্পে দেখা যাবে, আদিল খান সিনেমায় দেখেছেন ধাক্কা খেয়ে নায়ক নায়িকার প্রেম হয়! সিনেমার সেই অসাধারণ ঘটনাটি নিজের জীবনেও ঘটুক, এটাই তার একমাত্র চাওয়া।

এমন অদ্ভুত চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। তার বিপরীতে রয়েছেন মেহজাবীন চৌধুরী। নাটকে প্রেমের আশায় মেহজাবীনের গাড়ি ধাক্কাতেও দেখা যাবে অপূর্বকে!

নির্মাতা মহিম জানান, হালকা কমেডি ও মিষ্টি প্রেমের গল্প এটি। যাতে শেষ পর্যন্ত কি আদিল খানের জীবনে ধাক্কা খেয়ে উড়ো প্রেম আসবে? আর তা দেখার জন্য অপেক্ষা করতে হবে নাটকের শেষ পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published.

Check Also

সুইডেন-ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হতে আবেদন

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রা…