Home বিনোদন প্রেম নিয়ে যা বললেন সারিকা
বিনোদন - নভেম্বর ৭, ২০২০

প্রেম নিয়ে যা বললেন সারিকা

তাসনিয়া তাসনিম সাদিয়াঃ ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’ এ ঝুমুর চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী সারিকা সাবাহ। মাঝে নাটকটির শুটিং বন্ধ থাকলেও এরমধ্যে আবার নতুন করে প্রচার শুরু হয়েছে।
এই মুহূর্তে বেশ কিছু নাটক ও ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমি পরিকল্পনা করে তেমন কিছু করি না। যেমন পরিকল্পনা করে নাটকেও আসা হয়নি। ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকে কাজ না করলে এতদিনে কি হতো জানি না। হয়তো অন্য কিছু করতাম। কারণ আমার পরিবারের অনেকেই প্রকৌশলী। আমিও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক করেছি। তবে এখন নিয়মিতই অভিনয় করছি।

সিনেমায় কাজ করায় বিষয়ে তিনি বলেন, সেটা এখনই বলতে পারছি না। তবে সিনেমার জন্য আমি প্রস্তুত। যদি ভালো চরিত্র, গল্প, নির্মাতা পাই তবেই হয়তো করবো। শুরুটা ভালোভাবে করতে চাই।

প্রেমের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, প্রেম অবশ্যই করি। তবে সেটা নাটকে। বাস্তবে প্রেম করছি না।

Leave a Reply

Your email address will not be published.

Check Also

গুরুতর অসুস্থ ভ্লাদিমির পুতিন ব্রিটিশ গুপ্তচরের দাবি‌

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘গুরুতর অসুস্থ’ বলে দাবি করেছেন ব্রিটেনের সাবেক গুপ্তচ…