ফণীর কারণে বড় ধরনের ক্ষতি না হওয়ায় প্রধানমন্ত্রীর শুকরিয়া
ডেস্ক নিউজঃ ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দেশে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো বার্তায় এ কথা জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো বার্তায় আরও বলা হয়, এর আগে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে সরকার সারাদেশে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। গতকাল শুক্রবার বাদ জুমা সারাদেশে বিশেষ দোয়ায় আয়োজন করা হয়।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। সভায় সরকারি-বেসরকারি সংস্থাগুলোর দুর্যোগ মোকাবিলায় গৃহীত প্রস্তুতি বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়।
মসজিদে মানতে হবে ৯ নির্দেশনা
দেশজুড়ে বৈশ্বিক মহামারিকরোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক করাসহ ছয়…