ফিটনেস টেস্ট দিতে মিরপুরে ক্রিকেটাররা
বাংলার ডাক ডেস্কঃ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ১১৩ জন খেলোয়াড়ের তালিকা প্রস্তুত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যাদের ফিটনেস টেস্টে পাশ করতে হবে। ফিটনেস টেস্ট দিতে ইতোমধ্যেই মিরপুরে আছেন সব ক্রিকেটার। এই টেস্ট দিতে হবে শুধুমাত্র খেলার বাইরে থাকা ক্রিকেটারদের। টেস্টে অংশ নিতে হবে না সদ্য সমাপ্ত প্রেসিডেন্টস কাপ খেলা এবং চলমান হাই পারফরম্যান্স ইউনিটে থাকা খেলোয়াড়দের। শুরুতে জানা গিয়েছিল, সাকিব-আশরাফুলদের ফিটনেস পরীক্ষা দিতে হবে ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে। তবে ইয়ো ইয়ো নয়, পুরানো বিপ টেস্টেই আস্থা রাখছে বোর্ড।
বিসিবির ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার বলেন, ইয়ো ইয়ো টেস্ট খেলোয়াড়দের কাছে নতুন হওয়ায় পুরানো প্রক্রিয়া অর্থাৎ বিপ টেস্ট দিতে হবে ক্রিকেটারদের।
এই প্রসঙ্গে তুষার জানান, ‘আসলে অনেকদিন পর খেলোয়াড়রা খেলায় ফিরছে। যারা জাতীয় দলের খেলোয়াড় ও যারা এইচপির খেলোয়াড় তারা ইতোমধ্যে অনুশীলন করতে পেরেছে। এবং তারা অনেকটাই ফিরে এসেছে তাদের খেলার মধ্যে। আর যারা এখনো ফেরেনি, নতুন আসতেছে, তাদের ফিটনেসটাই মূলত দেখা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আগামীকাল থেকে যে টেস্টটা, সেটা বিপ টেস্টই হবে। আমরা আশা করি ওরা যে ট্রেনিংটা করেছে ব্যক্তিগতভাবে, আমরা তাদেরকে আগের অবস্থায় ফিরে পাবো। আশানুরূপ ফল হবে বলে আশা করি।’
বাজেট অধিবেশন বসছে ৫ জুন
একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আগামী ৫ জুন শুরু হবে। ওই দিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হব…