বদরুল হাসান খান ঝন্টুর ‘অনেক ভালোবাসা
অনেক ভালোবাসা’ শিরোনামের এই অ্যালবামটিতে গান রয়েছে ৫টি। গানের কথা লিখেছেন- তোফায়েল হোসেন তপন ও রাজীব হাসান এবং সুর-সঙ্গীত করেছেন মুনতাসির তুষার। গানগুলো হলো- সাদা কাগজে, ঝড়, গল্প, অনেক ভালোবাসা ও নদীর বুকে।
‘অনেক ভালোবাসা’ অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক শেখ সাদী খান, দেবদাস সিনেমার প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব কামরুল হাসান খান, সংগীত শিল্পী সোহেল রোমিও, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশীদ এবং সাদামাটার কর্ণধার ওয়ালিদ আহমেদসহ অন্যান্য গুণীজন ও তারকা শিল্পীবৃন্দ।
‘অনেক ভালোবাসা’ অ্যালবামটি বাজারে এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটা, যা অনলাইন প্লাটফর্ম ও সকল মোবাইল এ্যাপেও শুনতে পারবেন শ্রোতারা।।
উল্লেখ্য, প্রকৌশলী বদরুল হাসান খান ঝন্টু বিভিন্ন রেডিও ও টিভি চ্যানেলে নিয়মিত গান করে যাচ্ছেন। বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ‘বিএমজেএ মিউজিক অ্যাওয়ার্ড-২০১৯’ এ সেরা কণ্ঠশিল্পী (জুড়ি অ্যাওয়ার্ড) হিসেবে সম্মানিত হয়েছেন তিনি।
ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে
পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে ইরানের। অন্যদিকে ইউক…