বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা
সোমবার সকালে যশোরের বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, নিহত নয়ন বেনাপোল স্থলবন্দরের ৩৭নং শেডে এনজিওকর্মী হিসেবে কাজ করতেন। এ ছাড়া তিনি বাজারের মিশন কম্পিউটার ও একটি কসমেটিকস দোকানেও কাজ করতেন। নয়ন দুর্গাপুর গ্রামের মৃত মিজানের ছেলে।
নিহত নয়নের বোন লাবনী খাতুন বলেন, গভীর রাতে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর আমরা ঘুমিয়ে পড়ি। সোমবার সকালে বিছানায় তাকে দেখতে না পেয়ে ফোনে খোঁজ করতে থাকি। হঠাৎ দেখি বাড়ির পাশে একটি গাছের নিচে ভাই শুয়ে আছে। কাছে গিয়ে দেখি তার গলায় কিছু পেঁচিয়ে হত্যা করা হয়েছে। গলায় রক্তের দাগ ছিল। এ ছাড়া তার মুখের মধ্যে একটি কাপড় গোজানো ছিল।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, আলামত হিসেবে নয়নের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এটি তদন্তসাপেক্ষ বলা যাবে কে বা কারা এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে
পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে ইরানের। অন্যদিকে ইউক…