বিএনপির সমাবেশে পুলিশের সঙ্গে বাদানুবাদ
সরেজমিনে দেখা যায়, বিএনপির সমাবেশকে ঘিরে প্রেসক্লাবের আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রেসক্লাবের সামনের সড়কে বিএনপির নেতা-কর্মীদের অবস্থানের কারণে যান চলাচল প্রায় বন্ধ হয়ে আছে। সকাল ১০টা ৫০ মিনিটে সচিবালয়ের পশ্চিম সড়ক হয়ে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। নেতা-কর্মীরা বাধা অতিক্রম করে এগোতে চাইলে পুলিশ তাঁদের ওপর চড়াও হয়। বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে চর থাপ্পর মারা হয়।
বেলা ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন।
সুইডেন-ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হতে আবেদন
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রা…