Home বিনোদন বিকিনিতে আপত্তি নেই জাহ্নবীর
বিনোদন - জুলাই ২৫, ২০১৮

বিকিনিতে আপত্তি নেই জাহ্নবীর

বেমাত্র বলিউডে পা রেখেছেন ‘ধড়ক’ ছবির মাধ্যমে। ছবিতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা শহিদ কাপুরের ভাই ইশান কাট্টার।

ভারতের প্রায় দুই হাজার হলে শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে। বক্স অফিসে সিনেমাটির শুরুটাও ভালো হয়েছে। দুই দিনে সিনেমাটি মোট আয় করেছে ১৯.৭৫ কোটি করন জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন শশাঙ্ক খাইতান।

ছবিটি মুক্তির পরই লাইমলাইটে চলে এসেছেন তিনি। ছবিতে ভালো অভিনয়ের পাশাপাশি খোলামেলা রূপেও দেখা গেছে জানভিকে।

সম্প্রতি ভারতীয় এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে জাহ্নবী বলেছেন, খোলামেলা হতে কিংবা বিকিনি পড়তে আপত্তি নেই। কিন্তু সেটা চরিত্র ও গল্পের সঙ্গে যেতে হবে। চরিত্রকে ফুটিয়ে তুলতে সব কিছু করতেই আমি রাজি আছি।

নিজেকে একজন প্রফেশনাল ভালো অভিনেত্রী হিসেবে সামনে দেখতে চাই। এটা আমার মায়েরও স্বপ্ন ছিলো। আমাকে নিয়ে বাবাও এমন স্বপ্ন দেখেন।

Leave a Reply

Your email address will not be published.

Check Also

সুইডেন-ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হতে আবেদন

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রা…