বিড়ালের জন্য মন খারাপ আলিয়ার
বরাবরই আলিয়ার খুব কাছের তার পোষ্যরা। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায়, কাজের বাইরে বেশির ভাগ সময়টা তাদের সঙ্গে কাটাতো আলিয়ার। শিবাকে হারানো ঠিক যেন কাছের মানুষকে হারানোর মতোই কষ্টকর তার কাছে।
আলিয়ার পোস্টে শোকপ্রকাশ করেছেন ভূমি পেডনেকর, মৌনি রায়, জোয়া আখতার, ঈশা গুপ্ত এবং শিল্পা শেঠির মতো তারকারা।
কিছুদিন আগেই রাজস্থানে রণথম্বোরে পরিবার-সহ ছুটি কাটিয়ে এসেছেন রণবীর-আলিয়া। কিন্তু বাড়ি ফিরতেই আদরের শিবার চলে যাওয়ায় ফের আলিয়ার আকাশে মন খারাপের কালো মেঘ।
ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে
পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে ইরানের। অন্যদিকে ইউক…