ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উদ্ধার কাজ চলছে
ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনের ৯টি বগি লাইনচ্যুতির কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটার পর থেকে উদ্ধার কাজ চলছে।
ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দি-কলেজপাড়া এলাকায় শনিবার রাতে জ্বালানী তেলবাহী একটি কন্টেইনার ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে রাত সাড়ে ১০টা থেকে এ রেলপথে রাজধানী ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের আপ লাইনে ট্রেন চলচাল বন্ধ রয়েছে।
ঘটনার পর ঢাকা ও আখাউড়া থেকে ২টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজ শেষ হতে আরও ৪/৫ ঘণ্টা সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে
পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে ইরানের। অন্যদিকে ইউক…