ভোক্তাদের স্বার্থে বাজার সিন্ডিকেট ধ্বংস করতে হবে: ইনু
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, কৃষক ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার সিন্ডিকেটকে ধ্বংস করতে হবে। তবেই নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে।
শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারায় ডায়াবেটিকস হাসপাতালের বার্ষিক সাধারণ সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ইনু আরো বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সংঘবদ্ধ ধর্ষক বাহিনীর মতোই বাজার সিন্ডিকেটকে কঠোরভাবে দমন করতে হবে।
এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ, জাসদের সংগাঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুইডেন-ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হতে আবেদন
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রা…