মাঝ আকাশে প্রাক্তন প্রেমিকের মুখোমুখি গওহর খান (ভিডিও)
ঘটনা হলো- বিমানে লখনউ যাচ্ছিলেন গওহর খানের সাবেক প্রেমিক কুশাল ট্যানডন। তার বাড়ি ওখানেই। আর সেই বিমানেই কাকতালীয়ভাবে সাবেক প্রেমিকার সঙ্গে দেখা হয়ে গেছে তার। কারণ গওহরও সেই বিমানে যাচ্ছিলেন লখনউ। এমনকি কাকতালীয়ভাবে গওহর আর কুশালের সিটও পড়েছে প্রায় পাশাপাশি।
২০১৩ সালে ‘বিগ বস ৭’ রিয়্যালিটি শো-তে আলাপ হয়ে এই দু’জনের। গভীর বন্ধুত্ব থেকে প্রেম। প্রকাশ্যে তারা পরস্পরকে প্রেম নিবেদনও করেছিলেন। যাকে বলা যায়, ‘সেলিব্রেটেড কাপল’। এর পর ‘খতরোঁ কি খিলাড়ি’-র শো-তেও দু’জনে একসঙ্গেই অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এক বছরের মধ্যেই সেই প্রেমে ভাঙন ধরে যায়। তার পর? বিচ্ছেদ, দূরত্ব।
কে জানত, চার বছর পর দু’জনের দেখা হবে এমন ভাবে? গওহরের হাত থেকে মেহেন্দির রংও ওঠেনি এখনও। দু’দিন আগেই কোরিয়োগ্রাফার জায়েদ দরবারের সঙ্গে বিবাহ বন্ধনে জড়িয়েছেন তিনি। কিন্তু হায় ভাগ্য! বিমানের সিটও মিলেছে প্রায় পাশাপাশি।
তবে সাবেক প্রেমিকাকে দেখে কিন্তু ভিডিও বানিয়ে ফেলেছেন কুশাল। সেই ভিডিওতে ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, ‘আমি কিন্তু গওহরকে ফলো করছি না। পুরো ব্যাপারটি কাকতালীয়। তারপর গওহরের দিকে ক্যামেরা তাক করলেন কুশাল। খুবই অবাক হয়েছে গওহর। মাস্ক মুখেই মিষ্টি করে হাসছিলেন তিনি। নেটিজেনদের উদ্দেশে হাত নাড়তেও দেখা গেছে তাকে।’
ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে
পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে ইরানের। অন্যদিকে ইউক…