মির্জাপুরে প্রবাসী বনাম স্বদেশী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ডি.এম সাদ্দাম প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের যুবসমাজের উদ্যোগে নির্মল বিনোদনের লক্ষ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টাকিয়া কদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অত্র খেলায় বিপুল পরিমাণে দর্শক সমাগম হয়। অতঃপর শুরু হয় প্রীতি ফুটবল ম্যাচ। এ খেলায় অংশ গ্রহণ করেন, স্বদেশী একাদশ বনাম প্রবাসী একাদশ, ৭০ মিনিটের এ দূর্দান্ত ম্যাচের প্রথমার্ধের খেলায় স্বদেশী একাদশ ও প্রবাসী একাদশ আপ্রাণ চেষ্টা স্বত্বেও কোন পক্ষই কাঙ্খিত গোল করতে সক্ষম হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধের সময় টুকুও আপ্রাণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও স্বদেশী একাদশ ও প্রবাসী একাদশ গোল করতে ব্যর্থ হলে অতিরিক্ত সময় প্রদান করে অত্র খেলার রেফারি। অতিরিক্ত সময়েও কাঙ্খিত ফল না আসার পরে খেলা গড়াই ট্রাইবিকারে। ট্রাইবিকারের প্রথম পর্যায়েই একটি গোল করে স্বদেশী একাদশ । পর্যায়ক্রমে আরও চারটি গোল করে ০১ গোলে এগিয়ে যায় স্বদেশী একাদশ দল । অপরদিকে প্রবাসী একাদশ পর্যায়ক্রমে তিনটি গোল করে এবং আর কোনো পক্ষই গোল না দিতে পারলে স্বদেশী একাদশ দল ০৪-০৩ গোলে হারিয়ে খেলায় বিজয় নিশ্চিত করে স্বদেশী একাদশ দল।
খেলা শেষে এলাকাবাসীদের জন্য খিচুড়ির বিতরণ হয়।
প্রাইভেটকারে গার্ডার শাস্তিমূলক ব্যবস্থায় কোনো আপত্তি থাকবে না: চীনের রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্…