Home বিনোদন মুন্নাভাই আসছে
বিনোদন - মে ২১, ২০১৮

মুন্নাভাই আসছে

সঞ্জয় দত্তের ভক্তদের জন্য সুখবর আসছে। আর খবরটি দিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি নিজেই। কিন্তু তিনি তো সঞ্জয়ের জীবনী নিয়ে তৈরি সিনেমা সঞ্জু নিয়েই ব্যস্ত, তা হলে কবে আসছে মুন্নাভাই?

ভারতের সাপ্তাহিক আউটলুক ম্যাগাজিনকে রাজকুমার হিরানির জানিয়েছেন, সঞ্জয় দত্তকে আমরা ভাই হিসেবে আবার দেখব এমন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সঙ্গে দেখব আরশাদ ওয়ার্সিকেও।

২০০৩ সালে মুন্নাভাই এমবিবিএস এবং ২০০৬ সালে লাগে রাহো মুন্নাভাই চলচ্চিত্র নির্মাণ করে সঞ্জয়প্রেমীদের মাতিয়ে রেখেছিলেন হিরানি।

মুন্নাভাই সিরিজের পরবর্তী সিনেমা কবে আসছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এই সিরিজের তৃতীয় কিস্তি তৈরি করতে চাই। এ নিয়ে অনেক চিত্রনাট্য লেখাও হয়েছে। তবে প্রথম ও দ্বিতীয় কিস্তির সঙ্গে সেসবের মিল রাখা যায়নি। এখন আমি মজার কিছু একটা হাতে পেয়েছি। তবে তা নিয়ে আরও লিখতে হবে।

আরশাদ ওয়ার্শি বলেন, রাজকুমার হিরানি আমার সঙ্গে কথা বলেছেন। ছবির কাহিনী সম্পর্কে তিনি আমাকে একটা ধারনা দিয়েছেন। এটা সত্যিই অসাধারণ। বর্তমান সময়ের সঙ্গে কাহিনীর ব্যাপক মিল আছে।

তিনি বলেন, সঞ্জুর কাজ শেষ হলেই আমরা মুন্নাভাইয়ের শুটিং শুরু করবো।

Leave a Reply

Your email address will not be published.

Check Also

তুরস্ক এবার যেসব শর্ত জুড়ে দিল

ফিনল্যান্ড-সুইডেন ন্যাটোতে যোগ দিতে চায়। কিন্তু তাদের ন্যাটোতে যোগ দেওয়ার পথে বাধা হয়ে দাড়…