যাত্রীবেশে গানপাউডারে আগুন!
নিউজ ডেস্কঃ ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের মধ্যেই রাজধানীর গুরুত্বপূর্ণ ও কেন্দ্রস্থলের ছয়টি স্থানে যাত্রী বেশে আটটি বাসে আগুন লাগিয়েছেন দুর্বৃত্তরা। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়, মতিঝিল, খিলগাঁও, কাঁটাবন, শাহবাগে এসব ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এক ঘণ্টার ব্যবধানে এসব ঘটনা ঘটেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, যাত্রীবেশী দুর্বৃত্তরা বাসে গানপাউডার দিয়ে এসব বাসে অগ্নিসংযোগ করেছে। দ্রুত ঘটনা ঘটিয়ে তারা উধাও হয়ে যায়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগুন লাগার খবর পাওয়া যায়। এর কিছুক্ষণ পরই শাহবাগে বাসে আগুন লাগার খবর আসে। অন্যদিকে জাতীয় প্রেসক্লাবসংলগ্ন সচিবালয় মোড়ে আরেকটি বাসের আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছে, রাজধানীর প্রাণকেন্দ্রে বাসে আগুন লাগার ঘটনার আগে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন।
সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনায় আক্রান্ত
ঢাকা: কয়েক দিন ধরে সংক্রমণ বৃদ্ধির মধ্যে সুপ্রিম কোর্টের ১২ জন বিচারপতি করোনা আক্রান্ত হও…