রাজউকের ভেতরেই একটা অভিযান চালানো উচিত, বললেন সৈয়দা রিজওয়ানা

: বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যখন রাজউক অভিযান চালায় তখন আমার মনে হয় রাজউকই একটা অভিযান চালানো উচিত। তারা কি করে? তাদের চোখের সামনে এতোগুলো ভবন গড়ে ওঠে তাতে তারা কি ধরনের মনিটরিং করে। এখন এতো বড় একটা দুর্যোগ হওয়ার পরে মানুষের মনে স্বস্তি আনতেও কিছু কিছু কাজ করা উচিত। অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মানুষ স্বস্তি তখনই পাবে যখন দেখবে যে এই অভিযানের পরে রাজউক তালিকা করে তা প্রকাশ করেছে। যেটা পূর্তমন্ত্রী বলেছেন। রাজউক এমন একটা প্রতিষ্ঠান যেখানে স্বচ্ছতা এবং সুশাসনের মারাত্বক অভাব। এই যে ২৪টা টিম কাজ করছে এগুলো যেন ম্যানেজ না হয়ে যেতে পারে। রাজউকের ক্ষেত্রে ম্যানেজ হয়ে যাওয়াটাই জাতির জন্য বড় সংকট।
তিনি আরো বলেন, মহাখালি ফ্লাইওভার থেকে চেয়ারম্যান বাড়ির আগ পর্যন্ত প্রতিটা বিল্ডিং গায়ে গায়ে লাগানো। একটি ভবনেও বাহিরের দিকে সিড়ি নেই। এখন আমি বলবো অভিযান যাই হোক রাজউককে ঢেলে সাজাতে হবে।
বাজেট অধিবেশন বসছে ৫ জুন
একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আগামী ৫ জুন শুরু হবে। ওই দিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হব…