রাজনৈতিক নেতাদের টার্গেট করে করোনাযুক্ত চিঠি
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা সংক্রমণ ছড়িয়ে দিতে বিশ্বের প্রভাবশালী এবং প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্বদের টার্গেট করা হতে পারে বলে জানিয়েছে ইন্টারপোল। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ এমন সংবাদ প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনার জীবাণু সম্বলিত চিঠি পাঠিয়ে রাজনৈতিক নেতাদের সংক্রামিত করা হতে পারে৷ ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলিকে সতর্ক করে দিয়েছে তারা৷ যদিও কারা এই ধরনের চক্রান্ত করতে পারে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি ইন্টারপোলের তরফ থেকে৷
সংবাদসংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, সতর্কবার্তায় বলা হয়েছে রাজনৈতিক নেতাদের পাশাপাশি পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ করোনা মোকাবিলায় সামনের সারিতে যাঁরা থাকছেন, তাঁদেরকেও সংক্রামিত করার চেষ্টা করা হতে পারে৷
ইচ্ছাকৃত ভাবে মেঝে, রাস্তা বা দেওয়ালে থুতু ফেলে অথবা হাঁচির মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে দেওয়ার চেষ্টার ঘটনা ইতিমধ্যেই সামনে এসেছে বলে ইন্টারপোলের সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে৷
সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনায় আক্রান্ত
ঢাকা: কয়েক দিন ধরে সংক্রমণ বৃদ্ধির মধ্যে সুপ্রিম কোর্টের ১২ জন বিচারপতি করোনা আক্রান্ত হও…