লাশের সঙ্গে যৌনাচার, মুন্নার বিচার চাইলেন তার বাবা
নিউজ ডেস্কঃ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে তরুণীদের লাশের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে গ্রেপ্তার মুন্নার বিচার চাইলেন তার বাবা সুইপার দুলাল ভক্ত।
তিনি বলেন, ‘মুন্না গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুল থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিল। এরপর আমার স্ত্রীর মেজ ভাই যতন কুমার লালের সঙ্গে মর্গে ডোমের সহযোগী হয়ে দেড় বছর ধরে তার বাসায় থেকে কাজ করতো।’
দুলাল আরও বলেন, ‘শুক্রবার মানুষের মুখে শুনলাম, আমার ছেলে মুন্না ভক্ত বড় একটা অপকর্ম করেছে এবং মানুষজন সেটা শুনে ছিঃ ছিঃ করছে! মুন্না যদি বড় কোনো অপকর্ম করে, তাহলে আমি তার বিচার দাবি করি।’
তিনি আরও বলেন, ‘তার এ অপকর্মের অবশ্যই বিচার হওয়া উচিত।’
প্রসঙ্গত, মৃত অন্তত ৫ তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের ডোম সহকারী মুন্নাকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। শুক্রবার লাশের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার মুন্না।
গুরুতর অসুস্থ ভ্লাদিমির পুতিন ব্রিটিশ গুপ্তচরের দাবি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘গুরুতর অসুস্থ’ বলে দাবি করেছেন ব্রিটেনের সাবেক গুপ্তচ…