Home বিনোদন শীতের মধ্যে টানা ৬ দিন ভেজা শাড়িতে স্বস্তিকা!
বিনোদন - ডিসেম্বর ১৯, ২০২০

শীতের মধ্যে টানা ৬ দিন ভেজা শাড়িতে স্বস্তিকা!

বিনোদন ডেস্কঃ এই কনকনে শীতেও স্বস্তি নেই অভিনেত্রী স্বস্তিকার। তীব্র ঠাণ্ডাতেও টানা ৬ দিন ভিজে শাড়ি পরে রয়েছেন তিনি! এই টুইটে স্বস্তিকার জানান, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘মোহমায়া’ সিরিজে অভিনয় করতে গিয়ে আয়েশ করে লেপের তলায় গুটিসুটি মেরে ঘুমের মোহ এবং মায়া, দুই-ই ত্যাগ করেছেন তিনি। চিত্রনাট্যের খাতিরে আপাতত তিনি ভিজে শাড়িতেই উৎসবের মৌসুম উদযাপন করছেন।

দেবালয় ভট্টাচার্যের ওয়েব সিরিজ ‘চরিত্রহীন ৩’-এর কাজ শেষে হতেই স্বস্তিকা ব্যস্ত ‘হইচই’ প্ল্যাটফর্মের আগামী সিরিজে। তারই ফাঁকে নিজের অবস্থা জানিয়ে রসিকতাও করেছেন, ‘এটাই অভিনেতার জীবন।’

নতুন সিরিজ আবারও নারী-কাহিনি। যার অন্যতম চরিত্রে তিনি। তার লুকের ছবিও শেয়ার করেছেন স্বস্তিকা। চরিত্রের দাবিতে অভিনেত্রীর পরনে খড়কে ডুরে তাঁতের শাড়ি। হাতে মোটা শাঁখা, পলা। পায়ে চওড়া করে আলতা। আঙুলে মোটা আঙট। ঘাড়ের কাছে হাতখোঁপা। কপালে সিকি সাইজের সিঁদুর টিপ।

Leave a Reply

Your email address will not be published.

Check Also

তুরস্ক এবার যেসব শর্ত জুড়ে দিল

ফিনল্যান্ড-সুইডেন ন্যাটোতে যোগ দিতে চায়। কিন্তু তাদের ন্যাটোতে যোগ দেওয়ার পথে বাধা হয়ে দাড়…