শেনঝেনে চীন প্রবাসীদের বনভোজন
শনি ও রোববার সাপ্তাহিক ছুটির দিনে দুই দিনব্যাপী শেনঝেন শহরের শেষ প্রান্তে হংকং সীমান্তের কোলঘেঁষে শি-ছং সমুদ্র সৈকতে এটি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, চীনা সরকারের সব স্বাস্থ্যবিধি মেনেই এ বনভোজনে ৪০ জনের বেশি প্রবাসী তাদের পরিবার পরিজন নিয়ে অংশ নেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন আকিক ও জিন্নাহ। শুভেচ্ছা বক্তব্য দেন মাহবুব আলম, শেনঝেন বাংলাদেশ কমিউনিটির সহ সভাপতি এমদাদ হক আইয়ুব, কোষাধ্যক্ষ তাহমিদ আহমাদ ও সিনিয়র সদস্য এম. এ বাপ্পা। খাবার পরিবেশন করেন সেন্টু, মোক্তার ও মালেক বড়ুয়া।
বনভোজনের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল মান্নুর পরিচালনায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিচ ভলিবল, ফুটবল খেলা এবং রং কালি বালি দিয়ে শহীদ মিনার তৈরি।
মিলেছে তুরস্কের ছাড়পত্র: এবার মুখ খুলল রাশিয়া
ফিনল্যান্ড ও সুইডেনের বিরুদ্ধে সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগ তুলে তুরস্ক দেশ দুটির মার্কি…