শ্বশুরকে গৃহবন্দী করার নির্দেশ দিলেন সৌদি যুবরাজ
সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তার শ্বশুর মাশহুর বিন আব্দুল আজিজকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন। তবে ঠিক কবে থেকে তাকে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে, তা জানা যায়নি।
খবরে বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা সংস্থাকে না জানিয়ে আমেরিকার একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর এই নির্দেশ জারি করা হয়েছে।
যুবরাজের স্ত্রী সারার বাবা মাশহুর বিন আব্দুল আজিজ, একইসঙ্গে তিনি বর্তমান রাজা সালমান বিন আব্দুল আজিজের সৎ ভাই।
উল্লেখ্য, বর্তমান রাজার চার ছোট ভাই এখনও জীবিত রয়েছেন। তারা যে কোনো সময় রাজা ও যুবরাজের জন্য হুমকি হয়ে উঠতে পারেন বলে আশঙ্কা রয়েছে।
ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে
পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে ইরানের। অন্যদিকে ইউক…