Home বিনোদন সানি লিওনের জলকেলির ভিডিও ভাইরাল
বিনোদন - আগস্ট ১৬, ২০১৮

সানি লিওনের জলকেলির ভিডিও ভাইরাল

সবুজে ঘেরা জঙ্গল। পাখির কিচিরমিচির শব্দ। তার মাঝে ঝর্না। সেই ঝর্নার পানি বয়ে চলছে আবার অজানার পথে। প্রকৃতির এমন সুন্দরের মাঝে হঠাৎ দেখা দেয় এক পরিকে। যে কিনা জলকেলি করছে। তার নাম সানি লিওন।

সম্প্রতি এই নায়িকার জলকেলির ভিডিও ভাইরাল হয়। যে ভিডিওর ভিউ প্রায় কোটি ছাড়িয়েছে।

এদিকে কিছুদিন আগে মুক্তি পেয়েছে সানির তথ্যচিত্রের ট্রেলার। যার নাম ‘করণজিৎ কৌর : দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওনি’৷ দুই মিনিট চব্বিশ সেকেন্ডের ট্রেলার দেশ চিনছে এক অন্য মেয়েকে। এক সাধারণ মেয়ে, যে নিজের পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে চলে আসেন অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে।

ইতিমধ্যেই ট্রেলারটি বেশ সাড়া ফেলে দিয়েছে। সানি লিওনিকে পর্নস্টারের রূপে না দেখে এবার করণজিতের রূপে দেখবে দর্শক। যাকে স্কুলে অন্যান্য ছাত্র ছাত্রীদের হাতে হেনস্থা হতে হতো।

Leave a Reply

Your email address will not be published.

Check Also

বাজেট অধিবেশন বসছে ৫ জুন

একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আগামী ৫ জুন শুরু হবে। ওই দিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হব…