সিলেটে নৌকার প্রচারণায় ছাত্রলীগের সাঃ সম্পাদক জাকির
সিলেটে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সাঃ সম্পাদক জাকির
আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ।
তাই বিভিন্ন দলের মনোনীত প্রার্থীদের শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা চলছে বেশ জোরেসুরে।
এদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
এস এম জাকির হোসাইন বলেন, সিলেটে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। নৌকা হলো জনগণের মার্কা, জনগণের মেন্ডেট বাস্তবায়নের লক্ষ্যে নৌকা ক্ষমতায় আসে।
তিনি আরো বলেন, ” সিলেটের মানুষ এবার ভুল করবে না, উন্নয়নের প্রতীক শেখ হাসিনার মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান-কে নৌকা মার্কায় ভোট দিয়ে ডিজিটাল সিলেট নগরী গড়তে তারা সর্বাত্মক সহযোগীতা করবে।”
নির্বাচনী প্রচারণায় তার সাথে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম কাওছার ছাড়াও সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
উল্লেখ্য, সিলেটে মোট ভোট কেন্দ্র ১৩৪টি। সিলেট সিটি করপোরেশন ২৭টি ওয়ার্ডে ১৩৪টি কেন্দ্রের ৯২৬টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
বাংলার ডাক প্রতিনিধি-কাওছার,
সুইডেন-ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হতে আবেদন
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রা…