সি অ্যান্ড এ টেক্সটাইলসের এমডি গ্রেপ্তার
অর্থনৈতিক ডেস্কঃপুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুকসানা মোর্শেদকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের খুলশী থানা পুলিশ। খেলাপি ঋণের মামলায় বৃহস্পতিবার সকালে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত রুকসাসা মোর্শেদের কোম্পানি সি অ্যান্ড এ টেক্সটাইলসের নামে খেলাপী ঋণের মামলাটি করে পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।তাদের অভিযোগ, সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেড ২০১৩ সালে দুইটি একাউন্টের মাধ্যমে তাদের প্রতিষ্ঠান থেকে প্রায় ২০ কোটি টাকা ঋণ নেয়। কিন্তু নির্ধারিত সময়ে তারা টাকা ফেরত না দিয়ে খেলাপি হয়।
পরে অর্থ উদ্ধারে ইউনিয়ন ক্যাপিটাল ২০১৯ সালে ঢাকার অর্থঋণ আদালত-২ এ মামলা ঠুকে দেয়। সেটির নং- ১৬৭৫(২০১৯)। বৃহস্পতিবার সকালে সেই মামলায়ই গ্রেপ্তার হলেন রুকসানা মোর্শেদ
চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, ‘আদালতের নির্দেশে সি অ্যান্ড এ টেক্সটাইলসের এমডিকে ফিরিঙ্গি বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে খেলাপি ঋণের মামলায় ওয়ারেন্ট জারি ছিল।
তুরস্ক এবার যেসব শর্ত জুড়ে দিল
ফিনল্যান্ড-সুইডেন ন্যাটোতে যোগ দিতে চায়। কিন্তু তাদের ন্যাটোতে যোগ দেওয়ার পথে বাধা হয়ে দাড়…