Home অপরাধ ১০ দিনে ঢাবির ৪ শিক্ষার্থীর আত্মহত্যা
অপরাধ - জাতীয় - শিক্ষা - সর্বশেষ খবর - নভেম্বর ২৩, ২০১৮

১০ দিনে ঢাবির ৪ শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : গত ১৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন এক শিক্ষার্থী আত্মহত্যা করেন। সে ঘটনার রেশ কাটতেই না কাটতেই আবারো এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

সব মিলিয়ে গত ১০ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হুজাইফা রশিদ নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ উপজেলায়।

হুজাইফার পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন হুজাইফা। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, এমন প্রশ্নের জবাবে হুজাইফার ফুফাতো ভাই জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক লাইফ নিয়ে সে কিছুটা হতাশ ছিল। তাকে আমরা বুঝিয়েছি। কিন্তু সে হঠাৎ করেই আত্মহত্যা করে বসল।

এর আগে গত ১৬ নভেম্বর মেহের নিগার দানি নামে ঢাবির প্রাক্তন এক ছাত্রী আত্মহত্যা করেছেন। যশোরের এই তরুণী ঢাবির ইংরেজি বিভাগে পড়াশুনা করেছেন। তবে ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন সেটি জানা যায়নি।

গত ১৪ নভেম্বর রাতে আত্মহত্যা করেন ঢাবির অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের পুষ্টিবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী লায়লা আঞ্জুমান ইভা। তিনি প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

গত ১২ নভেম্বর বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ফাহমিদা রেজা সিলভী আত্মহত্যা করেন। প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হয়।

এদিকে গত ১৫ নভেম্বর রাতে আত্মহত্যার চেষ্টা করেন ঢাবির আরেক ছাত্র। তবে বন্ধু ও হলের অন্য শিক্ষার্থীদের তৎপরতায় বেঁচে যান ওই শিক্ষার্থী।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. গোলাম রব্বানী বলেন, এসব ঘটনা খুবই দুঃখজনক। আত্মহত্যা প্রতিরোধে আমরা কর্মশালা করলাম। তার মধ্যেই আবার এসব খবর!

Leave a Reply

Your email address will not be published.

Check Also

মসজিদে মানতে হবে ৯ নির্দেশনা

দেশজুড়ে বৈশ্বিক মহামারিকরোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক করাসহ ছয়…