১ লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী
চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ থানাধীন দোহাজারী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) এসব ইয়াবা উদ্ধারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ী মো. রবিউল ইসলাম টুটুল (৩৬) পাবনা জেলার সাথিয়া থানাধীন গোপিনাথপুর উত্তরপাড়া এলাকার সামছুল হকের ছেলে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী সিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ মো. রবিউল ইসলাম টুটুলকে গ্রেফতার করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। কক্সবাজার থেকে নিয়ে আসা হচ্ছিল এসব ইয়াবা।
এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে
পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে ইরানের। অন্যদিকে ইউক…