ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টে গাড়িতে গাড়িতে চলছে তল্লাশি। সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বুধবার এ চেকপোস্ট বসিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
গাড়িতে গাড়িতে তল্লাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট





এ চেকপোস্টে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছে পুলিশ। এ মহাসড়ক দিয়ে চলাচলরত কোনো ব্যক্তির আচরণ কিংবা গতিবিধি সন্দেহজনক মনে হলেই তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এছাড়া প্রাইভেটকার, সিএনজি, রিকশাসহ দূরপাল্লার বাসগুলোকে থামিয়েও তল্লাশি করা হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি একটি গ্রুপ মহাসড়কে নাশকতা সৃষ্টি করতে পারে। সেজন্য আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনগুলো তল্লাশি করছি। প্রয়োজনের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বাড়ানো হবে বলে জানান ওসি মশিউর।