দেশেই এখন মোবাইল ফোন তৈরি হচ্ছে। মোবাইল হ্যান্ডসেট সংযোজন ও উৎপাদন কারখানা স্থাপনের জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি এ পর্যন্ত ১৬টি প্রতিষ্ঠানকে সনদ (অনুমোদন) দিয়েছে, যার মধ্যে অনেকগুলোর বিষয়ে কমিশন অবগত নয়। যেগুলোর বিষয়ে কমিশন অবগত নয়— সেগুলোর বিষয়ে আবারও অনুমোদন বা ভূতাপেক্ষ অনুমোদন নিতে হবে। বিষয়টি বিটিআরসির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ‘কমিশন বৈঠকে’ উঠেছে। কমিশনের সর্বশেষ ২৬৯তম বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। জটিলতা তৈরি হওয়ায় বিষয়টি সমাধানের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।
অনুমোদন নিয়ে ‘জটিলতা’,দেশে মোবাইল ফোন কারখানা স্থাপন




