‘আত্মহত্যা নয়, খুন করা হয়েছিল সুশান্তকে’ মৃত্যুর ২৮ মাস পর দাবি মর্গের কর্মীর

Total Views : 64
Zoom In Zoom Out Read Later Print

ত্মহত্যা করা বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আবারও আলোচনায়। প্রয়াত এই অভিনেতার মৃত্যুর ২৮ মাস পর মুম্বাইয়ের কুপার হাসপাতালের মর্গের কর্মী রূপকুমার শাহ এবার দাবি করছেন, খুন করা হয়েছিল সুশান্তকে।

টাইমস নাওকে দেওয়া সাক্ষাৎকারে এমন বিস্ফোরক দাবি করেছেন ময়নাতদন্তের দায়িত্বে থাকা ওই কর্মী।

টাইমস নাওকে দেয়া সাক্ষাৎকারে রুপকুমার দাবি করেছেন, ‘যখন সুশান্তকে আনা হয়েছিল তখন হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঁচটি দেহ আনা হয়েছিল। তাঁর মাঝে একটি ছিল ভিআইপি বডি। আমরা যখন ময়না তদন্তের জন্য যাই তখন জানতে পারি সেটি সুশান্তের। তার দেহে একাধিক আঘাত ছিল এবং দুই থেকে তিনটি দাগ ছিল ঘাড়ে। ময়না তদন্তে এসব তথ্য থাকার কথা থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের বলেছিলেন শুধু মৃতদেহের ছবি তুলতে, আমরা তাদের কথা মতো তাই করেছি।’

তিনি আরও বলেন, ‘সুশান্তের দেহ যখন প্রথমবার দেখি, আমি ঊর্ধ্বতনদের বলি এটা আত্মহত্যা নয়, খুন। তাদের এটাও বলি আমাদের নীতি মেনে কাজ করা উচিত। কিন্তু তারা আমাকে বলেন, আমাদের ছবি তুলে দ্রুত মৃতদেহ পুলিশকে হস্তান্তর করতে হবে। রাতেই আমরা সুশান্তের দেহের ময়নাতদন্ত করেছিলাম।’

২০২০ সালের ১৪ জুন নিজের বান্দ্রার বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুশান্ত সিং রাজপুতকে। পুলিশ বলেছে, সুশান্ত আত্মহত্যা করেছেন। নারকোটিক্স কনট্রোল ব্যুরো রিয়াকে গ্রেপ্তার করে ওই বছরের ৮ সেপ্টেম্বর। মুম্বাইয়ের বাইকুল্লা জেলে রিয়া ছিলেন প্রায় এক মাস। পরে জামিনে মুক্ত হন।

See More

Latest Photos