শুভ জন্মদিন ঢালিউডের ‘বুনো সুন্দরী’র।

Total Views : 45
Zoom In Zoom Out Read Later Print

গতকাল (১০ই সেপ্টেম্বর) ছিল সাদিকা পারভীন পপির জন্মদিন। এই চিত্রনায়িকাকে বাণিজ্যিক এবং সাহিত্যনির্ভর সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে। তাকে ঢালিউডের ‘বুনো সুন্দরী’ বলা হয়।

পপির জন্ম ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর। খুলনায় জন্ম নেওয়া ও বেড়ে ওঠা পপি শোবিজ অঙ্গনে পা রাখেন ১৯৯৫ সালে 'লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতায়’ চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। সিনেমায় কাজ শুরু করেন ১৯৯৭ সাল থেকে। পপি অভিনীত প্রথম সিনেমা 'আমার ঘর আমার বেহেস্ত'। তবে তার অভিনিত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘কুলি’। বক্স অফিসে সিনেমাটি ব্লকবাস্টার হয়।

See More

Latest Photos