যশরাজ চোপড়া নির্মিত প্রেমের গল্প ‘বীর-জারা’। সিনেমাটি সম্প্রতি আবারও মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ভারতীয় ও পাকিস্তানির প্রেমের এ গল্প আবারও হৃদয় ছুঁয়েছে দর্শকদের। যে কারণে বক্স অফিস আয়ে ১০০ কোটির ক্লাবে পৌঁছেছে সিনেমাটি।
‘বীর-জারা’ ১০০ কোটির ক্লাবে
দীর্ঘ ২০ বছর আগে ২০০৪ সালে প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয় শাহরুখ খান, প্রীতি জিনতা ও রানি মুখার্জি অভিনীত সিনেমা ‘বীর- জারা’। এরপর নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভারতীয় প্রেক্ষাগৃহে ও বিদেশি প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পায় সিনেমাটি।
সর্বশেষ চলতি বছর ১৩ সেপ্টেম্বর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয় বীর-জারা। এবারও পর্দায় ভারতীয় ও পাকিস্তানির প্রেম কাহিনি দেখতে হলে ছুটে দর্শক।
স্যাকনিল্ক-এর এক প্রতিবেদন বলছে, ২০০৪ থেকে ২০২৪ পর্যন্ত দেশে ও বিদেশে যতবার প্রেক্ষাগৃহে এ সিনেমা মুক্তি দেয়া হয়েছে, তার হিসাব করলে সিনেমাটির বক্স অফিস মোট আয় দাঁড়ায় ১০১ কোটি ৭৫ লাখ রুপির বেশি। এ হিসাবে দীর্ঘ ২০ বছরে সিনেমাটি ১০০ কোটির ক্লাবে পৌঁছেছে। সময় পেরিয়ে এখনও দর্শক হৃদয়ে জনপ্রিয় এ সিনেমা।